নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ইতোমধ্যে আক্রান্তের মোট সংখ্যা ৭০ লাখের কাছাকাছি। আর মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ রিপোর্ট লেখা পর্যন্ত (৭ জুন, রবিবার সকাল ১০টা) সারাবিশ্বে করোনায় মোট আক্রান্ত ৬৯ লাখ ৭৬ হাজার ৪৫ জন। এদের মধ্যে ৪ লাখ ২ হাজার ১৭০ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১১ হাজার ৭৮৮ জন। চিকিৎসাধীন ৩১ লাখ ৬২ হাজার ৮৭ জনের মধ্যে ৫৩ হাজার ৫৮৬ জনের অবস্থা গুরুতর।
আক্রান্ত ও মৃতের হিসেবে সবার ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত বেড়ে ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪ জনের দাঁড়িয়েছে। সেইসাথে মৃতের সংখ্যা এখন ১ লাখ ১২ হাজার ৯৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৮৯৪ জন। চিকিৎসাধীন আছেন ১১ লাখ ২৪ হাজার ৫৫৪ জন, যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৭ হাজার ২১ জন।
আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল মৃতের হিসেবে তৃতীয় স্থানে উঠে এসেছে। দেশটিতে মোট ৬ লাখ ৭৬ হাজার ৪৯৪ জন আক্রান্তের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ৩৬ হাজার ৪৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৮৪ জন ও চিকিৎসাধীন ৩ লাখ ৩৮ হাজার ৩৬৬ জন। বর্তমানে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
আক্রান্তের হিসেবে পরের অবস্থানেই রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্ত ৪ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন ও মৃত ৫ হাজার ৭২৫ জন। সুস্থ ২ লাখ ২১ হাজার ৩৮৮ জন ও চিকিৎসাধীন ২ লাখ ৩১ হাজার ৫৭৬ জন।
স্পেন আক্রান্তের হিসেবে রয়েছে চতুর্থ অবস্থানে ও মৃতের হিসেব ষষ্ঠ স্থানে। দেশটিতে মোট ২ লাখ ৮৮ হাজার ৩৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৭ হাজার ১৩৫ জন। এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ৬১৭ জন।
আক্রান্তের হিসেবে পরের অবস্থানে থাকা যুক্তরাজ্য মৃতের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে। দেশটিতে মোট ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ইতোমধ্যে ৪০ হাজার ৪৬৫ জন মারা গেছেন। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৬০৪ জন।
ভারত আছে আক্রান্তের হিসেবে সপ্তম স্থানে। দেশটিতে মোট ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৫ জন ও চিকিৎসাধীন ১ লাখ ২০ হাজার ৯৮১ জন। ৮ হাজার ৯৮১ জনের অবস্থা বর্তমানে গুরুতর।
ইতালিতে আক্রান্ত বেড়ে ২ লাখ ৩৪ হাজার ৮০১ জনের দাঁড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ ৩৩ হাজার ৮৪৬ জনের প্রাণ কেড়েছে কোভিড-১৯। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮ জন ও চিকিৎসাধীন ৩৫ হাজার ৮৭৭ জন। বর্তমানে ২৯৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া ফ্রান্সে ২৯ হাজার ১৪২ জন, মেক্সিকোতে ১৩ হাজার ৫১১ জন, বেলজিয়ামে ৯ হাজার ৫৮০ জন, জার্মানিতে ৮ হাজার ৭৬৯ জন, ইরানে ৮ হাজার ২০৯ জন,কানাডায ৭ হাজার ৭৭৩ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১১ জন, পেরুতে ৫ হাজার ৩০১ জন, তুরস্কে ৪ হাজার ৬৬৯ জন, সুইডেনে ৪ হাজার ৬৫৬ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, ইকুয়েডরে ৩ হাজার ৬০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।