1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

নিজের বায়োপিক নিজেই পরিচালনা করবেন ম্যাডোনা।”

  • সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৫

যার অসাধরণ গায়কী আর চোখ ধাঁধানো সৌন্দর্যে মোহিত ছিল পুরো দুনিয়ার সঙ্গীত প্রেমীরা সেই মার্কিন খ্যাতনামা পপস্টার ম্যাডোনা তার নিজের জীবনের গল্পে নির্মিত একটি সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। আর এটি পরিচালনার দায়িত্বে তিনি নিজেই থাকছেন। ইতোমধ্যে এটি নিয়ে ইউনিভার্সেল পিকচার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, পরিচালনার পাশাপাশি নিজের বায়োপিকের জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ডায়াবলো কোডির সঙ্গে সহকারী লেখক হিসেবে থাকছেন ম্যাডোনা।
ধারণা করা হচ্ছে, ম্যাডোনার জীবননির্ভর সিনেমার গল্পে তার নিউইয়র্কের সেই বস্তি থেকে বিশ্বজুড়ে সুপারস্টার হয়ে উঠার চিত্র উঠে আসবে।

ম্যাডোনা বলেন, সিনেমাটিতে সংগীতের ওপর বেশি ফোকাস থাকবে। সংগীত আমায় চালিয়ে রেখেছে এবং শিল্প বাঁচিয়ে রেখেছে। অনেক অব্যক্ত এবং অনুপ্রেরণামূলক গল্প রয়েছে এবং এটি আমার চেয়ে কে বেশি ভালো বলার আছে।

এ ছাড়া ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ম্যাডোনা বলেন, বায়োপিকে একজন শিল্পী হিসেবে তার পুরুষ শাসিত বিশ্বে টিকে থাকার সংগ্রামের গল্প থাকবে। তবে তবে এতে তিনি অভিনয় করবেন না। ম্যাডোনা চরিত্রে কে থাকছেন এখন পর্যন্ত খোলাসা করে কিছু জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪