রাজধানীর মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের বিপরীতে সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই কালো ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুন লাগার ১০-১৫ মিনিটের মাথায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে ৩০ মিনিটের মতো। প্রাথমিকভাবে জানা যায়, বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের লোকজন ছাড়া সেখানে আছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন এবং আগুন লাগার কারণও খতিয়ে দেখছেন।