1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

‘সঠিক তথ্য জেনে নিউজ করুন’-অপু বিশ্বাস

  • সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৩

বাংলা সিনেমার লক্ষ্মী নাইকা বলা হয় অপু বিশ্বাস কে। অপু বিশ্বাসের সিনেমা মানেই সুপার হিট। অপুর হাসির যাদুতে আর প্রানবন্ত অভিনয়ে সিনেমাপ্রেমী দর্শকদের কছে তিনি আজও সুপারহিট নাইকার আসন দখল করে রেখেছেন।

মৌসুমি, শাবনুর, পপি, পূর্নিমার পরবর্তীতে অপু বিশ্বাসই প্রযোজক পরিচালকদের নির্ভরতার প্রতীকে পরিনত হয়েছিলেন। শাকিব খান অপু বিশ্বাস জুটি মানেই লগ্নিকৃত অর্থ ফেরতের নিশ্চয়তা।

শাকিব -অপুর ব্যক্তিগত কারনে জুটি ভেঙ্গে গেলেও অপু এবং শাকিব খান আলাদা আলাদা ভাবে সমান তালে কাজ করে চলেছেন। তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন তারা জানেন অপু বিশ্বাস খুবই সাধারন জীবন যাপনে অভ্যস্ত।

জীবনের ঝড় ঝাপটা শক্ত হাতে মোকাবেলা করে টিকে থাকা মানুষ তিনি। তবে অপু বিশ্বাস জানান তিনি খুব সহজেই মানুষকে বিশ্বাস করেন, যার ফলশ্রুতিতে মাঝে মাঝে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

গত দুই দিন যাবৎ দুবাইয়ে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে জনপ্রিয় কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তাকে গ্রেফতারের পর অনেকের নাম শোনা যাচ্ছে যারা কিনা এই পাচারে জড়িত।

তাদের মাঝে রোববার বেশ কয়েকটি গণমাধ্যমে শিরোনাম হয় যে সেই পাচারের সাথে জড়িত নায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার কাম কোরিওগ্রাফার গৌতম। তবে বিষয়টি নিয়ে বেশ বিব্রত অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, আমি একজন অভিনেত্রী হিসেবে মিডিয়াতে কমবেশি সবার সঙ্গে কাজের জন্য যোগাযোগ করতে হয়।গৌতমের সঙ্গে ও আর দশ জনের মতই আমার কাজের সম্পর্ক, তার থেকে বেশি কিছু নয়। গৌতমের নিজস্ব একটা পরিচয় আছে। তিনি আমার ম্যানেজার হতে যাবেন কেন? আরেকটা কথা ক্লিয়ার ভাবে বলতে চাই আমার কোন ব্যক্তিগত মিডিয়া ম্যানেজার নেই,

পরিচিতজনের মাধ্যমে বিভিন্ন কাজের মিটিং বা কাজের প্রপোজাল পাই। আজকে কিছু নিউজে দেখছি যে ‘অপু বিশ্বাসের ম্যানেজার’ এভাবে কিছু নিউজ এর শিরোনাম দেয়া হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ এইসব নিউজে আমার নাম জড়িয়ে আমাকে বিব্রত করবেন না। আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই আমার ব্যক্তিগত কোনো মিডিয়া ম্যানেজার নেই। যে নিউজটি আপনারা অলরেডি করেছেন আমার নাম জড়িয়ে,

তারা দয়া করে কারেকশন করুন নতুবা আমি সাইবার ক্রাইম ডিভিশনে লিখিত অভিযোগ দিব। আমার সমাজে একটা মান সম্মান আছে আপনার মনগড়া কথায় আর খবরের কাটতি বাড়ানোর জন্য অন্যের সম্মান হানি করতে পারেন না। শিল্পীরা মানুষ তাদেরও ঘর সংসার আত্মীয় পরিজন রয়েছে। সঠিক তথ্য জেনে তার পরে আপনারা নিউজ করুন।

প্রসঙ্গত, নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে মানব পাচারের অভিযোগে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশে তথ্যের ভিত্তিতে গত মাসে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজম খানসহ তার নারী পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের কথা জানায়।

তাদের মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে সোহাগকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪