নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন চিকিৎসকের স্ত্রী। সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক বিশেষজ্ঞ চিকিৎসকের ৬০ বছর বয়সী স্ত্রী মারা যান। এই বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালেই কর্মরত।
আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার তিনি করোনায় শনাক্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হন। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিক এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।