ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায়ও তাই হয়েছে। সংক্রমণের দিক থেকে ইতোমধ্যে ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে চলে গেছে ভারত। দেশটিতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে ভারত তৃতীয় স্থানে অবস্থান করছে। তবে সুস্থতার সংখ্যার দিক থেকে ভারতের অবস্থান অষ্টম।
আজ শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৮৭ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। অবশ্য এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৩ জন।
ভারতে সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এই সংখ্যাও এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৬ হাজার ৬৪২ জনের মৃত্যু হলো।
এদিকে, আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতালিকে ছাড়িয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে ভারত। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইতালিতে মোট ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে ভারতের একধাপ ওপরে রয়েছে ব্রিটেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারের কাছাকাছি।
অন্যদিকে, ভারতের উদ্বেগের আরেকটি কারণ হলো সংক্রমণের হার। প্রতিদিন যে হারে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে ভারত এখন তৃতীয় স্থানে রয়েছে। তবে গোটা বিশ্বে মৃতের সংখ্যার দিক থেকে ভারত দ্বাদশ স্থানে রয়েছে। অবশ্য ভারতের জন্য স্বস্তির খবর হলো সুস্থতার হার। সুস্থতার দিক থেকে ভারত এখন বিশ্বে অষ্টম স্থানে রয়েছে।