প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর রোধ দেশজুড়ে লকডাউন জারি করেছে ভারতের সরকার। এতে করে বিপাকে পড়েছে দুস্থ ও শ্রমজীবী মানুষেরা। অনেকেই এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শাহরুখ খান, সঞ্জয় দত্ত, ঋত্বিক রোশনসহ বলিউডের অনেক তারকা। কিন্তু তাদের মধ্যে ব্যাতিক্রম অজয় দেবগন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে এসব তারকাদের করোনা পরিস্থিতিতে অসহায় মানুষেদের সহায়তার কথা জানা গেলেও অজয় লোকচক্ষুর অন্তরালে থেকেই তার সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম নিউজ এইট্টিন।
সম্প্রতি সামনে এসেছে ঠিক কীভাবে অজয় দেবগণ করোনা যুদ্ধে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিরল ভয়ানি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অজয়ের সহায়তার কথা জানান। এমনিতেই অজয় সিনেমার কাজ ছাড়া যেকোনো ধরণের লাইমলাইটে আসতে চান না। এবারও তাই দান করেছেন সবার অজান্তে।
বিরল ভয়ানি জানান, ‘অজয় দেবগণ গোপনে ধারাভি হাসপাতালের জন্য ২০০ বেড, অক্সিজেন সিলিন্ডার, ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন। তার এই অবদানেই শুধু ধারাভির জন্য আলাদা একটি করোনার হাসপাতাল খোলা হয়েছে মাত্র ১৫ দিনে। একই সঙ্গে ধারাভির ৭০০ পরিবারকে রেশনও দিয়েছেন অজয়।
প্রসঙ্গত, মুম্বাইয়ের সবচেয়ে বড় বস্তি ধারাভি। এমনিতেই সারা দেশের মধ্যে মহারাষ্ট্র এবং তার মধ্যে মুম্বাইয়ে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ ঘটেছে। এর মধ্যে ধারাভি বস্তিতেও করোনার সংক্রমণ ছড়িয়েছে। ঘন বসতির কারণে সেখানে সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।