1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন

ছেলে না মেয়ে, কী হবে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

  • সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৭

আগামী বছরের শুরুতেই বাবা হতে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। খবরটা নতুন নয়। তবে আগে ভাগে যদি জেনে নেওয়া যায় যে বিরুষ্কার কি হবে? ছেলে না মেয়ে? তখন খবরের মধ্যে নতুনত্ব থাকে। তেমনই এবার ঘটল। এক জ্যোতিষী জানিয়েছেন, বিরুষ্কার মেয়ে হবে।

শোনা যাচ্ছে, বেঙ্গালুরুর খ্যাতনামা ওই জ্যোতিষীর এই গণনা নাকি ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। চার মাস আগেই তিনি নাকি বলেছিলেন, বিরুষ্কার নাকি মেয়ে হবে। এই প্রসঙ্গে ওই জ্যোতিষী বলেন, ‘‌‘‌মেয়ে হোক বা ছেলে হোক, সবাই ভগবানের উপহার। ভগবান সবাইকে সমান ক্ষমতা দেয়। এখন তো অনেক ক্ষেত্রে মেয়েরা ছেলেদের টেক্কাও দেয়।’‌’‌ সত্যিই তাই।

আজকের দুনিয়ায় ছেলে না মেয়ে এ নিয়ে কারোর মাথাব্যথা নেই। তবে বিরুষ্কার মুখ দেখে জ্যোতিষশাস্ত্র গণনা করে ওই জ্যোতিষী অবশ্য এই গণনা করেছেন। এখন অপেক্ষা, বিরাটদের ঘরে সত্যিই কী মেয়ে আসছে? এর আগে মার্চ মাস থেকেই করোনা পরিস্থিতির জেরে শুটিং বন্ধ। বন্ধ ছিল ক্রিকেট টুর্নামেন্টও। বাড়িতেই দিন কাটাচ্ছিলেন বিরাট-অনুষ্কা (Anushka Sharma) জুটি।

খুব একটা বাইরে বেরোনোর সুযোগ ছিল না। তাই বোধহয় পাপারাজ্জির নজরও সুকৌশলে এড়ানো গিয়েছে। এর মধ্যেই গত ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাউস টিমে নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। একই পোস্ট করে শেয়ার করে ক্যাপশনে একই বার্তা লেখেন অনুষ্কা শর্মা। ছবিতে কালো প্রিন্টেড পোশাক পরেছেন অনুষ্কা। হাসিমুখে বিরাটের সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পিছনে দাঁড়িয়ে বিরাটের মুখেও খুশির আনন্দ। অনুষ্কার বেবি বাম্পই যে তাঁর খুশির কারণ, তা ছবি দেখে বোঝাই যাচ্ছিল।

অনুষ্কা ও বিরাটের প্রথম সন্তানের আগমনের খবরে বিনোদন ও ক্রিকেট জগতে খুশির হাওয়া। দুই ক্ষেত্রের তারকারাই শুভেচ্ছা জানিয়েছেন হবু মা ও বাবাকে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। অসংখ্য অনুরাগীরা বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪