কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থতার ছাড়পত্র ও ফুলেল শুভেচ্ছা জানানোর একদিন পরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন যশোরের চৌগাছা মডেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ। প্রচন্ড শ্বাসকষ্ট অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেছেন। শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) করে ডা. নাহিদ সিরাজকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। সিভিল সার্জন আরো জানান, গত ৪ এপ্রিল ডা. নাহিদ সিরাজের করোনা শনাক্ত হয়। পরে পর পর দুটি রিপোর্টে ফলাফল নেগেটিভ আসে। সর্বশেষ নেগেটিভ ফলাফল হাতে পেয়ে বৃহস্পতিবার তাকে সুস্থতার ছাড়পত্র প্রদানের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সুস্থতার পরও হঠাৎ করে তার করোনার জটিলতা বেড়ে যাওয়ায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জেলা প্রশাসকের সহায়তায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।