জোসনা করেছে আড়ি, আসেনা আমার বাড়ি গানটি শোনেননি, সঙ্গীত পিপাসু এমন বাঙালী খুজে পাওয়া কঠিন৷ এবারে সেই গানের কিংবদন্তি শিল্পী পদ্মশ্রী’ পুরস্কার বিজয়ী বেগম আখতারকে নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জোসনা নির্মাণ করলেন নির্মাতা রাশিদ পলাশ। উপমহাদেশের প্রসিদ্ধ গায়িকার অতি জনপ্রিয় গান ‘জোছনা করেছে আড়ি’ থেকে মিউজিক্যাল ওয়েব ফিল্মটির নাম রাখা হয়েছে ‘জোছনা’।
পুরান ঢাকার নারিন্দায় টানা তিনদিন শুটিং করে স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শেষ করেন নির্মাতা। শুটিং শেষে এডিটিংয়ের টেবিলে কাজ চলছে চলচ্চিত্রটির। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকের বাইজিদের জীবনযাপনের গল্প নিয়ে গড়ে উঠা ‘জোছনা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চলতি মাসের শেষ দিকে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে নির্মাতা সূত্রে।
ওয়েব ফিল্মটিতে ‘জোছনা’ নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী মুক্তি। মুক্তি বলেন অনেক দিন পরে মনের মত একটি কাজ করেছেন। পরিচালক খুব যত্ন করে কাজটি করেছেন। আমার বিশ্বাস কাজটি সবার খুব বালো লাগবে। এতে গান গেয়েছেন শম্পা দাস। সংগীতায়োজন করছেন বিবেক মজুমদার।
পরিচালক রশিদ পলাশ বলেন, ‘আমি বেগম আখতারের একজন বড় ভক্ত। তার এমন রাগ নির্ভর গান আমাদেরকে ঋদ্ধ করেছে। বেগম আখতার হলেন এমনই একজন বাইজি যিনি সারাজীবন পায়ে পাদুকা পরতে পারেননি। তবে তার সামর্থ্য ছিল। এই বিষয়টি আমাকে এখনো নাড়া দেয়। এজন্য হয়ত তার গানে বেদনার সুর। আর এ কারণে তার গান নিয়ে কাজ করার সুযোগটা আমি হারাতে চাইনি।’