1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

“অগ্নিকন্যা কঙ্গনা”

  • সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫১

কঙ্গনা রানাউতকে বলিউডের অগ্নি কন্যা বলা হয়ে থাকে। তিনি সব ধরনের ইস্যুনিয়ে সব সময় সরব থেকেছেন। বিভিন্ন সময়ে কিছু মন্তব্য করে তিনি বিতর্কিত হয়েছেন। তার পরেও তিনি থেমে থাকেননি। একের পর এক টুইট করে চলেছেন কঙ্গনা রানাউত। কখনও করণ জোহর বা আদিত্য চোপড়ার বিরুদ্ধে খুনের অভিযোগ আনছেন, কখনও গোটা বলিউডকে মাদকাসক্ত বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন তিনি। কখনও আবার মিডিয়াকে রক্তপিপাসু, শকুন বলে আখ্যা দিচ্ছেন।


সর্বশেষ ইস্যু সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ‘অগ্নিকন্যা ’ আরও ক্ষেপেছেন। বাদ যাচ্ছেনা বলিউডের কেউ। প্রায় গোটা বলিউডের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধ ঘোষণা করে বসে আছেন তিনি। কঙ্গনার রোষানল থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যম, মুম্বাই পুলিশও। ক্রমাগত টুইট করে চলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি করণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভাট, রাজীব মসন্দের বিরুদ্ধে সুশান্ত সিং রাজপুতকে খুন করার অভিযোগ এনেছিলেন তিনি।


এবার বুধবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসকে ট্যাগ করে রণবীর সিং, রণবীর কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং ভিকি কৌশলকে মাদক পরীক্ষার জন্য আবেদন জানিয়েছেন কঙ্গনা। এবং দাবি করেছেন, এই চারজনের বিরুদ্ধে কোকেনে আসক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাই এদের মাদক পরীক্ষা করলে যুবসমাজ অনুপ্রাণিত হবে।

তার মতে, অনেক তারকা বয়সের সঙ্গে সঙ্গে এসব অভ্যাস ছেড়ে দিলেও এই নেশার জালে এখনো স্বেচ্ছাবন্দী বলিউডের মায়াবী জগত। সুশান্তের মৃত্যুর তদন্তে মাদক নেওয়ার বিষয়টি যুক্ত হওয়ার পরেই কার্যত এই নিয়ে বিস্ফোরক এই অভিনেত্রী। বলিউড পার্টিতেও অবাধে মাদক সেবনে মাতেন তারকারা-এমন মন্তব্য করতেও পিছপা হননি কঙ্গনা।

এর আগেও, করণ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিওতে দেখা যায় রণবীর কপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণের মতো ‘এ-লিস্টার’দের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বসহ অনেকেই ওই ভিডিওতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন ওই সময়।

কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪