1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

কোভিড পরিস্থিতি না সুশান্ত কাণ্ডে সলমনের জনপ্রিয়তায় ধাক্কা, কী কারণে পিছিয়ে গেল ‘বিগ বস’?

  • সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫৪

আরও দীর্ঘ হতে চলেছে বিগ বস-ভক্তদের অপেক্ষা। শো-এর আসন্ন চতুর্দশ মরসুম নিয়ে আগ্রহী ছিল দর্শকমহল। কিন্তু শোনা যাচ্ছে, তাঁদের অপেক্ষা আরও বেড়ে যাবে। এর আগে শোনা গিয়েছিল ৫ সেপ্টেম্বর থেকে ‘বিগ বস’-এর নতুন সিজন শুরু হতে চলেছে। কিন্তু সেই সূচি মেনে এ বার পর্দায় আসছে না জনপ্রিয় এই রিয়েলিটি শো।

কোভিট কাঁটা তো প্রথম থেকেই ছিল। তার সঙ্গে যোগ হয়েছে সুশান্তকাণ্ডে সলমনের পড়তি জনপ্রিয়তা। স্বজনপোষণে অভিযুক্ত বলিউড তারকাদের থেকে মুখ ফিরিয়েছেন দর্শকরা। ফলে বিগ বস-এর সঞ্চালক হিসেবে সলমন খান আগের মতোই কার্যকর হবেন কি না, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। একটি ওয়েব পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক মাস পিছিয়ে গিয়ে বিগ বস শুরু হতে পারে অক্টোবরে।

কারণ হিসেবে নির্মাতাদের তরফে বলা হয়েছে, সম্প্রতি মুম্বইয়ে ভারী বর্ষণের কারণে পিছিয়ে গিয়েছে সেট মেরামতির কাজ। ইতিমধ্যেই সলমনকে দিয়ে শুট করানো প্রোমো চলছিল ইন্টারেনেট। সেগুলির মধ্যে কিছু প্রোমো তুলে নিয়েছেন নির্মাতারা। ছ‌োট পর্দার ইন্ডাস্ট্রিতে খবর, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই শো-এর নাম এ বছর হতে পারে ‘বিগ বস ২০২০’।

এ বছর প্রথম থেকেই করোনা অতিমারি এবং লকডাউনের প্রভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে জনপ্রিয় এই টেলিভিশন শো। স্বভাবতই সোশ্যাল ডিসট্যান্সিং-এর নিয়ম এই শো-এ মেনে চলা কার্যত অসম্ভব। কারণ সব প্রতিযোগীকে থাকতে হয় একই ছাদের নীচে। শুধু একসঙ্গে থাকাই নয়। ষোলো জন প্রতিযোগীকে একইসঙ্গে খাবার খেতে হয়।

ব্যবহার করতে হয় একই শৌচাগার। ফলে করোনা-আবহে এই প্রতিযোগিতা শুরু হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সামাজিক দূরত্ববিধি মেনে কী ভাবে বিগ বস-এর মতো প্রতিযোগিতা সম্ভব, তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন নির্মাতারা। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, এ বছর কোভিড টেস্টের পরেই প্রতিযোগীরা এই শো-এ অংশ নিতে পারবেন। স্যানিটাইজ করা হবে বিগ বস-এর হাউস। এ বছর ফিল্ম সিটির ভিতরেই তৈরি করা হচ্ছে বিগ বস-এর সেট।

কিন্তু কারা কারা থাকছেন এ বারের প্রতিযোগী তালিকায়? শোনা যাচ্ছে অনেক নাম। কিন্তু ইতিমধ্যেই যাঁদের নাম নিশ্চিত হয়েছে বলে শোনা যাচ্ছে তাঁরা হলেন, জেসমিন ভাসিন, পবিত্র পুনিয়া, শগুন পাণ্ডে, নয়না সিংহ, জয়েশ ভট্টাচার্য এবং অ্যালি গোনি। এ ছাড়াও যাঁদের কাছে প্রস্তাব গিয়েছে বলে শোনা যাচ্ছে তাঁরা হলেন, সুগন্ধা মিশ্র, নিকি তাম্বোলি, শুভাঙ্গি আত্রে, দিশা ভকানি, শিবিন নারঙ্গ এবং টিনা দত্ত। বেশ কিছু সেলেব্রিটি ইতিমধ্যেই ফিরিয়েও দিয়েছেন বিগ বস প্রস্তাব।

তাঁদের মধ্যে আছেন ভিভিয়ান ডি’সিনা, জেনিফার উইঙ্গেট এবং নিয়া শর্মা। শোনা গিয়েছিল পরিবর্ত পরিস্থিতিতে নাকি সলমন তাঁর বিপুল পারিশ্রমিকও কাটছাঁট করেছেন। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সুশান্ত কাণ্ডের পর সলমনের দিকে স্বজনপোষণের আঙুল তোলা আমজনতার সামনে ভাইজানকে আনার আগে আরও একটু সময় কিনছেন নির্মাতারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪