রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বৃহস্পতিবার বেলারুশ সফরে যাচ্ছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ বুধবার এ কথা জানান।
রুশ বার্তা সংস্থার খবরে বলা হয়, মস্কোয় বেলারুশের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতেই ল্যাভরভ জানান, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন মিনস্ক সফরে যাচ্ছেন। সত্যিকার অর্থে তিনি আগামীকালই যাচ্ছেন।