1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

যশোরে করোনায় আক্রান্ত ৩৩শ’ ছাড়ালো, মৃত্যু ৪৭

  • সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১২



যশোরে করোনায় আক্রান্ত ৩৩শ’ ছাড়ালো, মৃত্যু ৪৭ করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৩শ’ ছাড়িয়েছে। বুধবার নতুন করে ৩৯ জনের মধ্য দিয়ে শনাক্তের মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩শ’ ৩১ জন। ১ জন স্বাস্থ্যকর্মীসহ ৪৭ নারী পুরুষের মৃত্যু হয়েছে।
যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান,

বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে পাঠানো ১৬৮জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব থেকে পাঠানো আরও ১০টি নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা পজেটিভ শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে।

দুই ল্যাবে মোট শনাক্ত ৩৯ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৩২ জন, ঝিকরগাছা উপজেলায় ১ জন, মণিরামপুর উপজেলায় ২ জন, কেশবপুর উপজেলায় ১ জন, ও অভয়নগর উপজেলায় ৩ জন। ডা. রেহেনেওয়াজ আরো জানান, এদিন ৪৫ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। ১৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য জেনোম সেন্টারে পাঠানো হয়েছে।
যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানিয়েছেন,

মঙ্গলবার জেনোম সেন্টারে যশোরের ৩৭ জন ছাড়াও মাগুরা জেলার ৩৭ জনের নমুনা পরীক্ষা ১৪ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে। সবমিলিয়ে ২০৬ জনের নমুনা পরীক্ষায় ৫১ জনের করোনা পজিটিভ এবং ১৫৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, এই পর্যন্ত জেলার ১৩৭৫৭ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

ফলাফল এসেছে ১২৭৪২ জনের। এরমধ্যে করোনা পজেটিভ ৩৩৩১ জন। সুস্থ হয়েছেন ২০৪৬ জন। মৃত্যু হয়েছে ৪৭ জনের। এরমধ্যে যশোরের ৩৯ জন ছাড়াও ঢাকায় ৪ ও খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪