এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রেড জোন, বাড়ানো হল লকডাউন। শুক্রবার (৫ জুন) বিকেলে কক্সবাজার পৌর শহরকে রেড জোন ঘোষণা করা হয়েছে।করোনা ঝুঁকিপূর্ণ রেড জোন হওয়ায় একইসাথে কক্সবাজারে লকডাউন ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের লকডাউন আগামী ২০ জুন পর্যন্ত চলবে। জানা গেছে, সারাদেশে আরো রেডজোন ঘোষণার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।