1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

” মুক্তি পেল সাঞ্জু জনের ওয়েব ফিল্ম থ্রি এর ট্রেইলার”

  • সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৫

ওয়েব ফিল্ম থ্রি এর ইভটিউবের লিংকে ঢুকতেই চোখ কান সজাগ হয়ে উঠবে আপনার। লিংকে ঢুকে ট্রেইলার দেখলে মনে হবে বহির্বিশ্বের কোন ছবির ট্রেইলার দেখছেন মিউজিক, সিনেমাটিক শট, বাংলাদেশী তিন তরুন অভিনেতার অভিনয়ের কিয়দাংশ, সাথে মারমার কাটকাট ফাইট সব মিলিয়ে জমে ক্ষীর। হ্যা বলছি সাঞ্জু জন, ইমতু রাতিশ, আর তন্ময় অভিনীত তরুন নির্মাতা আহমেদ জিহাদ পরিচালিত ” থ্রি” এর কথা।

করোনাতে ঘরবন্দী মানুষের বিনোদনের চাহিদার কথা মাথায় রেখে অনলাইন প্ল্যাটফর্মে র জন্য নির্মিত হয়েছে ছবিটি। এত ভালোমাপের এই থ্রিলারধর্মী গল্প নিয়ে নির্মিত ‘থ্রি’ নামক এই ওয়েব ফিল্মটা পুরোটাই চিত্রায়িত হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।
লকডাউন হঠাৎ করে ঘোষনা হবার কারনে কলকাতায় আটকা পড়েছিলেন আমাদের দেশের কয়েকজন সম্ভাবনাময় অভিনেতা।

সেই সময় একই হোটেলে অবস্থান করার কারনে এই গল্পে একসাথে অভিনয়ের সুযোগ পেয়ে সেটি লুফে নিয়েছিলেন তারা। কারন দেশ বা আপনজন ছেড়ে দুরে থাকাটাই কষ্টের একটা বিষয়৷

সেই সময়টাতে এরকম ভিন্নধর্মী একটি দেশের কাজে যুক্ত হবার চান্স পেয়ে সেটি হারাতে চাননি তারা। যেকয়জন অভিনেতা এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাঞ্জু জন, ইমতু রাতিশ, ক্রিস্টিয়ানো তন্ময়, নিরব, প্রিন্স সহ আরো অনেকে।

থ্রিলার ঘরনার ওয়েব ফিল্ম ‘থ্রি’ এর ট্রেলার রিলিজ দেয়া হয়েছে। ১ মিনিট ৫১ সেকেন্ডের এই ট্রেলারে জমজমাট থ্রিলার আর সাসপেন্সের দেখা মিলেছে। সাঞ্জু জন, ইমতু রাতিশ, তন্ময় প্রত্যেকেই তাদের লুক, এক্সপ্রেশন দিয়ে চমকে দিয়েছেন। সাথে ডায়লগ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ও নজর কেড়েছে।

‘থ্রি’ ওয়েব ফিল্মে কাজ করার অভিজ্ঞতা জানাতে যেয়ে এই সময়ের অন্যতম আলোচিত এবং সম্ভাবনাময় অভিনেতা সাঞ্জু জন জানান, এটা পুরোপুরি অন্যরকম একটা অভিজ্ঞতা। আমরা কলকাতায় বসেই ফোনে নির্মাতার কাছ থেকে সব জেনে নিয়ে নিজেরাই নিজেদের মতো করে অভিনয় করেছি।

এমনকি ডিওপি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা লাভ করার সুযোগ এসেছে এই ফিল্মে কাজ করার মাধ্যমে। গল্পটা খুবই সুন্দর। থ্রিলার এবং সাসপেন্স সবই আছে এই গল্পে। অভিনয় করার সময়ই বুঝতে পেরেছি এটা ভিন্নধর্মী একটি কাজ হতে যাচ্ছে। আশাকরি সবার কাছেই ভালো লাগবে।

গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনার দায়িত্ব সামলেছেন আহমেদ জিহাদ নিজেই। কলকাতার হোটেলেই মোবাইল ক্যামেরায় দৃশ্যধারনের কাজ করেছেন তিন অভিনেতা সাঞ্জু, ইমতু এবং তন্ময়। সাউন্ড ডিজাইনে ছিলেন মজুমদার ইশতি। মিউজিক কম্পোজার হিসেবে মুম্বাইয়ের রজত এবং সুনীল।


‘থ্রি’ ফিল্মের টাইটেল ট্র‍্যাক তাদেরই করা। বলা যায় পুরোপুরি সিনেমার আমেজ নিয়েই কাজ করা হয়েছে এই ওয়েবফিল্মের। গতানুগতিকের বাইরে এসে দর্শকেরা নতুনত্বের স্বাদ পাবেন এই ফিল্ম দেখে এটাই আশা ফিল্ম সংশ্লিষ্ট সকলের। সব কিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ পাবে ওয়েব ফিল্ম ‘থ্রি’।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪