1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে “সাংবাদিকতায় প্রযুক্তির ভূমিকা”বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ গ্রেফতার সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার  ২০২৪-এর ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি দেশব্যাপী চলমান`বিশেষ অভিযান`জোরদার করতে আইজিপির নির্দেশ স্টামফোর্ড ইন্ট্রা ইউনিভার্সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর চ্যাম্পিয়ন পরিবেশ বিজ্ঞান বিভাগ এখন থেকে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করা যাবে-প্রধান উপদেষ্টা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে অনুমোদন শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি মীমাংসিত-রাষ্ট্রপতি

৬শ উইকেটের রেকর্ড জিমির একারই থাকবে : সাঙ্গাকারা

  • সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৫

১৪৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেসার হিসেবে সম্প্রতি ৬শ উইকেট শিকারের অনন্য মাইলফলক গড়েছেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। পেসার হিসেবে এন্ডারসনের পর আর কারও পক্ষে ৬শ উইকেট শিকার কঠিনই হবে বলে মনে করেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকার।

সাঙ্গা আরও বলেন, পেসার হিসেবে টেস্টে ৬শ উইকেট শিকার রেকর্ডটি এন্ডারসনের একারই থাকবে।
এন্ডারসনের প্রশংসা করে সদ্য মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সদস্যদের একটি ই-মেইল করেছেন প্রেসিডেন্ট সাঙ্গাকারা। সেখানে সাঙ্গা বলেন, ‘জিমি দারুণ মানসম্পন্ন ও দৃঢ় মানসিকতার একজন পেসার। তার অর্জন অসাধারণ, শুধুমাত্র ৬শ উইকেট শিকারের জন্যই নয়। তার পরিশ্রম, দলের প্রতি দায়িত্ববোধ ও উন্নতি করার প্রচেষ্টা প্রশংনীয়।’


সাউদাম্পটনে গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ৬শ উইকেট শিকারের রেকর্ড গড়েন এন্ডারসন। পাকিস্তানের অধিনায়ক আজহার আলিকে শিকার করে এই রেকর্ড গড়েন তিনি।
টেস্ট ক্রিকেটে অন্তত ৬শ উইকেট শিকারে একমাত্র পেসার হন এন্ডারসন। স্পিনারদের গ্রহে এন্ডারসনের এমন কীর্তি বিশ্ব ক্রিকেটে প্রশংসনীয়।

কারন টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারে শীর্ষে থাক তিনজনই স্পিনার। এরা হলেন- শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন ও ভারতের অনিল কুম্বলে।
১৩৩ ম্যাচে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন মুরালিধরন। ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়ার্ন। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট তৃতীয়স্থানে কুম্বলে।


বর্তমানে টেস্ট খেলছেন, এদের মধ্যে অন্তত ৫শ উইকেট শিকার রয়েছে এন্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রডের। ১৪৩ টেস্টে তার শিকার ৫১৪টি। তবে ক্রিকেট ছেড়েছেন এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের কর্টনি ওয়ালশ। ম্যাকগ্রা ১২৪ টেস্টে ৫৬৩ ও ওয়ালশ ১৩২ ম্যাচে ৫১৯ উইকেট শিকার করেছেন।


তাই ৬শ উইকেট শিকারের মালিক জিমিই থাকবেন বলেও জানান সাঙ্গাকারা, ‘বর্তমান ও ভবিষ্যৎ পেসারদের সামনে দুর্দান্ত একটি রেকর্ড দাঁড় করিয়েছে সে। আমার মনে হয়, এই রেকর্ড যা একমাত্র জিমিরই থাকবে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪