ডেস্ক রিপোর্ট-
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল আগামী তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীরের বেঞ্চ এ আদেশ দেন।
হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ১০ লাখের বেশি রিকশা চলাচল করছে,যার বড় একটি অংশ ব্যাটারিচালিত।।