1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :

 ২০২৪-এর ব্যালন ডি’অর জিতলেন স্প্যানিশ ফুটবলার রদ্রি

  • সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫০

স্পোর্টস ডেস্ক

সব জল্পনা-কল্পনাকে ছাড়িয়ে ফুটবলে ২০২৪ সালের বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ৬৪ বছর পর ছেলেদের ফুটবলে কোনো স্প্যানিশের হাতে উঠল এ পুরস্কার। আর ম্যানচেস্টার সিটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন ২৮ বছর বয়সী তারকা।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে প্যারিসের থিয়েটার দু শাতেলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়েছেন রদ্রি। তার হাতে ট্রফিটি তুলে দেন ব্যালন ডি’অর জয়ী একমাত্র আফ্রিকান ফুটবলার কিংবদন্তি জর্জ উইয়াহ।

এসিএল চোটে বর্তমানে মাঠের বাইরে রয়েছে ২৮ বছর বয়সী ডিফেন্সিভ এ মিডফিল্ডার। ক্রাচে ভর দিয়ে মঞ্চে ওঠেন ব্যালন ডি’অর নিতে।

উল্লেখ্য, ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার এখন ব্যালন ডি’অর। এই সম্মাননা দিয়ে থাকে ফুটবল বিষয়ক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। এটির যাত্রা শুরু হয়েছিল ১৯৫৬ সালে। এবার হলো ৬৮তম ব্যালন ডি’অর অনুষ্ঠান। কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।

এক নজরে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়গণের নামঃ

ছেলেদের ব্যালন ডি’অর: রদ্রি (স্পেন/ম্যানচেস্টার সিটি)

মেয়েদের ব্যালন ডি’অর: আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)

বর্ষসেরা গোলকিপার (লেভ ইয়াশিন ট্রফি): এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)

বর্ষসেরা তরুণ খেলোয়াড় (কোপা ট্রফি): লামিনে ইয়ামাল (স্পেন/বার্সেলোনা)

ছেলেদের বর্ষসেরা কোচ (মেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

মেয়েদের বর্ষসেরা কোচ (উইমেনস ইয়োহান ক্রুইফ ট্রফি): এমা হেইজ (চেলসি/যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল)

মেয়েদের বর্ষসেরা ক্লাব: বার্সেলোনা

ছেলেদের বর্ষসেরা ক্লাব: রিয়াল মাদ্রিদ

সক্রেটিস পুরস্কার: হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস ইউএএনএল)।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪