1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪ আজও তিতুমীর কলেজে শিক্ষার্থীদের  সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ৮ দিনের রিমান্ড মঞ্জুর রাজধানির সড়কে মাওলানা সাদ পন্থীদের অবস্থান অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়,তাদের ম্যান্ডেট নেই-বিএনপি মহাসচিব নিজেকে বদলানোর কোনো ইচ্ছে নেই-প্রধান উপদেষ্টা ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৮৩তম ব্যাচের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

মালদ্বীপেকে হারিয়ে বাংলাদেশের জয়

  • সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক-
মালদ্বীপের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে হেরে গেলেও শেষ ম্যাচে ২-১ গোলে জিতল বাংলাদেশ। এ জয়ে বাংলাদেশ যেমন মালদ্বীপের সঙ্গে শেষ ম্যাচে জিতল, তেমনই ফিফা উইন্ডোর বছরের সর্বশেষ ম্যাচেও জয়ের দেখা পেল।

আজ শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয় বাংলাদেশ-মালদ্বীপ প্রীতি ম্যাচ। ম্যাচের ষষ্ঠ মিনিটে মালদ্বীপের বক্সে আক্রমণ করে বাংলাদেশ। বক্সের ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ঢোকেন মজিবর রহমান জনি। তবে হতাশ হতে হয় স্বাগতিকদের। অন্যদিকে, তপু বর্মনের ভুল পাস থেকে বল পেয়ে ম্যাচের ১৮তম মিনিটে মালদ্বীপকে এগিয়ে দেন আলি ফাসির।

১-০ গোলে পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ম্যাচের ৪০তম মিনিটে রাকিবের আড়াআড়ি ক্রস থেকে গোলপোস্টে শট নেন ফাহিম। তবে মালদ্বীপের গোলরক্ষক হুসাইস শারিফ বলে ঘুষি দিয়ে গোল ঠেকালে তা বক্সের মধ্যেই পান মোরসালিন। তবে তিনি বল জালে জড়াতে পারেননি।

ম্যাচের ৪৩তম মিনিটে মোরসালিনের সঙ্গে ফাহিমের বল পাসিংয়ের এক ফাঁকে তা পান জনি। সামনে থাকা মালদ্বীপেরর চারজন ডিফেন্ডারকে বোকা বাকিয়ে জোরালো শট নেন তিনি। মালদ্বীপের গোলরক্ষক ডান দিকে ঝাপিয়ে আটকানোর চেষ্টা করলেও বলের নাগাল পাননি তিনি। ১-১ গোলে সমতায় শেষ হয় প্রথমার্ধ্বের খেলা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন বাংলাদেশের ফুটবলাররা। ম্যাচের ৮৭তম মিনিটে মাঝমাঠের একটু পরেই ফ্রি কিক পায় বাংলাদেশ। ফ্রি কিকের সে বল হেড করেন তপু। তবে তা গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলে অতিরিক্ত সময় দেওয়া হয় ৭ মিনিট। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল করেন বাংলাদেশের পাপন সিং।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪