1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

“বগুড়ার আলু – অপু বিশ্বাস”

  • সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৪৮৫

গেল ঈদুল আজহায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেরের ঈদ আয়োজন এ হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি অনেক সুপারহিট সিনেমার নাইকা। শাকিব খান এবং অপু বিশ্বাস জুটি আজও সমান জনপ্রিয়।

ঈদের এই অনুষ্ঠানে এসে নিজের শৈশব-কৈশোরজীবন নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

ছোট বেলায় মজার কোন স্মৃতি আছে কিনা এই প্রশ্ন করা হলে, উত্তরে অপুর বলেন, বগুড়া শহরের একদম প্রপারের মেয়ে তিনি । চিরায়ত গ্রামীণ পরিবেশ নদী-নালা খাল বিল বা ধুধু প্রান্তর থেকে খানিকটা দূরে ছিলাম।

আমি বগুড়া আলোর মেলা স্কুলে পড়তাম। সেখান থেকে খানিকটা দূর এগিয়ে গিয়ে একটা নদী আছে। দুর্গাপূজার সময় সেখানে গিয়ে বিসর্জন দেখতাম। মনটা হালকা খারাপ হলেও এটা খুব এনজয় করতাম সে সময়।

স্কুল-কলেজ লাইফে কী অপু বিশ্বাস প্রেমে পড়েছিলেন?

এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, স্কুল-কলেজে থাকাকালীন আমার প্রেম হয়নি। আমি একটু অন্য রকম ছিলাম, আমার পছন্দ তথাকথিত ধারনার বাইরে ছিল, ধরুন আমার শর্ত ছিল যে ছেলেদের গা ঘামা যাবে না, চুল বড় হওয়া যাবে না। এলোমেলো চলাফেরা করা যাবেনা এগুলো সবাই জানতো।

আর আমি একটু বেশি রাগী ছিলাম, ভাবুন যে মেয়ে এত গুলো শর্ত জুড়ে দেয় তার সাথে প্রেম করবে এমন সাহস ক জনার থাকে। যে কারণে আমার ওই সময়ে কোনো প্রেম হয়নি।

আর একটা স্মৃতি আমার খুব মনে পড়ে, ঈদের সময় ছাড়া তো অন্য কোনো সময় ঘোরাঘুরি করার সুযোগ হতো না। কারণ ওই সময় পরিবারের সবাই থাকত। আর ঈদে বান্ধবীদের নিয়ে ঘুরতাম। তখন একটা স্বাধীনতা পেতাম। রিক্সায় ঘুরতে গিয়ে যখন পরিচিত বন্ধু-বান্ধবদের সামনে দিয়ে যেতাম তখন ছেলেরা আমাকে মজা করে “বগুড়ার আলু” বলে ডাকত।

ভাবুন বিষয় টা মাঝে মধ্যে রেগে গেলেও এই কথাটা অনেক এনজয় করতাম। তারপর জিজ্ঞেস করতো কি সিঙ্গেল আছি কিনা? এই বিষয়গুলো আমি এখন এনজয় করি। সেই সকল পুরোনো দিনের কথা আমি যখন একা থাকি তখন এগুলো মনে করি আর নস্টালজিক হয়ে যাই।

স্কুল পালিয়ে সিনেমা দেখা, রেস্টুরেন্টে খাওয়া এগুলো হয়নি কখনো? এ প্রসঙ্গে অপু বলেন, হ্যা অনেকবার স্কুল পালিয়েছি। সিনেমা দেখা হয়নি, কারণ সিনেমা দেখলে ধরা পড়ে যাবো। তাই এটা ভুলেও করিনি। একবার স্কুল পালিয়ে মহাস্থানগড় গিয়েছিলাম। বান্ধবীরা মিলে ১০ টাকা ৫ টাকা করে জমিয়ে দুই হাজার টাকা জমা করেছিলাম।

ওই সময় বেবিট্যাক্সিতে করে আমরা মহাস্থানগড় যাই। আসার সময় রাস্তার মাঝখানে একটা মুরগি পেয়েছিলাম। সেটা নিয়ে চলে আসছিলাম।

অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

শাকিব খানের বাইরে প্রয়াত চিত্রনায়ক মান্নার সাথে তিনটি ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া চিত্রনায়ক বাপ্পীর সাথে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪