হজের আর দুই মাসও বাকি নেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে একেবারে কম সময়ে করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে হজ আদৌ অনুষ্ঠিত হবে কিনা এখনো জানেন না কেউ।
করোনার কারণে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে হজের সব কার্যক্রম। বর্তমান পরিস্থিতিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে কিনা এ সিদ্ধান্তের জন্য সৌদি আরব সরকারের দিকে তাকিয়ে বাংলাদেশ। ইতোমধ্যে হজের চূড়ান্ত নিবন্ধনও শেষ করে রেখেছে সরকার। বাকি রয়েছে সৌদি অংশের হোটেল, ট্রান্সপোর্ট ইত্যাদি কার্যক্রম।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার হজ অনুষ্ঠিত হবে কিনা তা জানা যাবে ১৫ জুন কিংবা তার পরে। এ সময়ে সৌদি সরকার হ্যাঁ বা না যে কোনো একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে। আর সৌদি সিদ্ধান্ত অনুসরণ করে বাংলাদেশ সরকার দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কার্যক্রম চালু করবে।
হজ আদৌ অনুষ্ঠিত হবে কিনা- কবে জানা যাবে সিদ্ধান্ত জানতে চাইলে বুধবার রাতে ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ জানান, আশা করছি ১৫ জুনের দিকে হজের বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে সিদ্ধান্ত আসতে পারে। আমরা সৌদি সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। যেই সিদ্ধান্তই আসুক না কেন আমরা প্রস্তুত। তাদের সিদ্ধান্ত আসার পরে আমরা আলোচনা করব। দেশের পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী হজের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৌদি আরবে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় লকডাউন শিথিল করা হয়েছে। পবিত্র বায়তুল্লাহ শরীফ বন্ধ রেখে পবিত্র মসজিদে নববীসহ সেদেশের সব মসজিদ দীর্ঘ ৭৭ দিন পর খুলে দিয়েছে সৌদি সরকার। গত ৩১ মে থেকে সৌদি আরবের সব মসজিদে শুরু হয়েছে জামাতে নামাজ আদায়। মুসল্লিদের স্বাস্থ্যবিধিসহ বেশ কিছু শর্ত মেনে নামাজ আদায় করতে হচ্ছে। এর মধ্য দিয়ে সীমিত পরিসরে হলেও হজের দুয়ার খুলতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হজ অনুষ্ঠানের সুরক্ষার জন্যই আপাতত পবিত্র বায়তুল্লাহ শরীফ বন্ধ রাখা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাতে সবধরনের ভাইরাস থেকে মুক্ত রাখা যায়।
সূত্রমতে, সৌদি সরকার ১৫ জুন কিংবা পরে যে কোনো দিন হজ কার্যক্রম চালু করবে কিনা সিদ্ধান্ত জানিয়ে দেবে। যদি হজ চালুর সিদ্ধান্ত আসে এক্ষেত্রে বাংলাদেশ থেকে হজযাত্রী যাবে কিনা তা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে। দিন যতই বাড়ছে ততই বাংলাদেশে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমতাবস্থায় ঝুঁকি এড়িয়ে সম্পূর্ণ সুরক্ষায় বাংলাদেশ থেকে হজযাত্রী সৌদি আরবে আদৌ যেতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তাছাড়া হজের সঙ্গে সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মযজ্ঞ জড়িত। করোনার এ সময়ে তারা কতটুকু প্রস্তুত সেটাও দেখার বিষয় রয়েছে। বিশেষ করে হজের বিষয় পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা নেয়া হবে। সবকিছু বিবেচনা করেই হজের সিদ্ধান্ত নেবে ধর্ম মন্ত্রণালয়।
এদিকে এবার হজ পালনের জন্য বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করে পবিত্র হজ পালনের জন্য অপেক্ষায় রয়েছেন। সৌদি সরকার হজ চালু করলে এ পরিস্থিতিতে বাংলাদেশের হজযাত্রীরা হজে যেতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তবে এ পরিস্থিতিতেও যাত্রীরা হজের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের। তিনি বলেন, সৌদি আরবে করোনা সংক্রমণ কমে এসেছে। পরিস্থিতি উন্নতির দিকে। এ সময়ে যদি হজ কার্যক্রম চালু করা হয় তাহলে আমাদের যাত্রীরা যেতে পারবেন। কারণ বাংলাদেশ অংশের কাজ শেষ, সৌদি আরবের অংশে হোটেল চুক্তি, ট্রান্সপোর্ট, মিনা মোযদালিফায় তাবুতে থাকাসহ বাকি কাজ করতে লাগবে মাত্র ৫ থেকে ১০ দিন। সরকার চাইলে হজযাত্রীদের পাঠানো সম্ভব বলেও মনে করেন তিনি।
সৌদি সরকারের সঙ্গে ২০২০ সালের হজ চুক্তি অনুযায়ী এবার হজে যেতে পারবেন এক লাখ ৩৭ হাজার বাংলাদেশি। এর মধ্যে ১৭ হাজার ১৯৮ জন যাবেন সরকারি ব্যবস্থাপনায়, বাকি ১ লাখ ১০ হাজার হজযাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার কথা রয়েছে। কিন্তু এবার সরকারি-বেসরকারি মিলিয়ে হজের চূড়ান্ত নিবন্ধন করেছেন ৬৫ হাজার ৫১২ জন হজযাত্রী।