শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ বিষয়ে ঘোষণা আসতে পারে আজ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে এ তথ্য জানিয়েছে। ৬৫ বছর বয়সী শিনজো আবে দীর্ঘদীন আলসারেটিক কোলাইটিস রোগে ভুগছিলেন।
কিন্তু সম্প্রতি তার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। চলতি সপ্তাহে দুইবার তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার দীর্ঘ অসুস্থতায় সরকারি কাজে অসুবিধা না হওয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বল জানিয়েছে এনএইচকে। ২০০৭ সাল থেকে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শিনজো আবে।
আগামী বছর সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ধারনা করা হচ্ছে, জাপানের অর্থমন্ত্রী তারো আসো অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারে।