গাজীপুরে আরও ৩৪ জনের নভেল করোনাভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৮ জনে। আর জেলায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ সব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সদর উপজেলায় ২৭ জন; শ্রীপুরে চারজন; কালিয়াকৈর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন ৩০৯৯ জন।
সিভিল সার্জন অফিসের প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত ৩৪ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত ৪ হাজার ৭৯৮ জনের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৭১ জন, কালিয়াকৈরে ৫৫৪, শ্রীপুরে ৫৮১ জন, কালীগঞ্জে ৪৪৫ জন ও কাপাসিয়া উপজেলায় ৩৪৭ জন রয়েছেন।