প্রাণঘাতী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে গেছেন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী।
বিবিসি জানিয়েছে, পার্লামেন্টের অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী অলোক শর্মা। এরপর তার দেহ থেকে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি এখন নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
খবরে বলা হয়, বুধবার হাউজ অব কমন্সে এক বক্তব্য রাখার সময় শর্মাকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। এসময় তিনি রুমাল দিয়ে ঘন ঘন তার মুখ মুছছেন।
বাণিজ্যমন্ত্রী অলোক শর্মার মুখপাত্র জানিয়েছেন, শর্মার করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা টেস্ট করা হয়েছে, তবে তার ফলাফল এখনো পাওয়া যায় নি।