ঘূর্ণিঝড় নিসর্গের তাণ্ডবে ভারতে একজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের আলিবাগে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে মহারাষ্ট্রের আলিবাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় নিসর্গ। এসময় সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১২০ কিলোমিটার। নিসর্গের আঘাতের কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ রাখার পর খুলে দেয়া হয়েছে মুম্বাই বিমানবন্দর। বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের ওপর দিয়ে ঝড়ের বয়ে যেতে সময় লেগেছে ৩ ঘণ্টা।
পরে বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে হয় হালকা বৃষ্টি। তবে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপকূলীয় এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে ভারতে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় এটি।