যশোরে নতুন করে ৮ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪১৪ জন। এদিকে, ৫ দিন বন্ধ থাকার পর সোমবার (১৭ আগস্ট) থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম ফের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। আগামী বুধবার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ।
ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব
থেকে পাঠানো ১৯ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরমধ্যে ঝিকরগাছা উপজেলায় ৭ জন ও কেশবপুর উপজেলায় ১ জন। এদিন ৪২ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এদিন করোনা সন্দিগ্ধ ১০৫ জনের নমুনা পরীক্ষার জন্য যবিপ্রবির জেনাম সেন্টারে পাঠানো হয়েছে।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ জানিয়েছেন, জেনোম সেন্টারে (ল্যাব) জীবাণুমুক্তকরণ ও নতুন মেশিন সংযোজনের কারণে গত ১২ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত করোনা পরীক্ষা বন্ধ ছিলো।
১৭ আগস্ট সোমবার থেকে ল্যাবে ফের করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এদিন যশোরসহ বিভিন্ন জেলা থেকে পরীক্ষার জন্য মোট ২০৫ জনের নমুনা পাঠানো হয়েছে। সন্ধ্যা থেকে পরীক্ষার কার্যক্রম শুরু করেছে বিশেষজ্ঞরা। বুধবার থেকে করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, সোমবার পর্যন্ত জেলার ১১৩১৩ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ৯৬৩৫ জনের।
এরমধ্যে করোনা পজেটিভ ২৪১৪ জন। সুস্থ হয়েছেন ১৪৭৩ জন। মারা গেছেন ৩৫ জন নারী পুরুষ। এরমধ্যে ২ জন খুলনা জেলার হিসেবে ধরা হয়েছে। কারণ তারা খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন।