1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

যশোরে নতুন করোনা আক্রান্ত ২ জন গাজীপুর ও বরিশাল ফেরত

  • সময় : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩০৬


কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যশোরে বেড়েই চলেছে। প্রতিদিন নতুন করে কেউ না কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন। বুধবারও ২জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তারা হলেন যশোর সদর উপজেলার পুলেরহাট গ্রামের আক্তারুজ্জামান (৪০) ও বড় ভেকুটিয়া গ্রামের কাঠালতলা এলাকার আব্দুর রউফ (৩৭)।

বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাব থেকে পাঠানো ১১ পরীক্ষায় তাদের ২ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। এদিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে থেকে আরো ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাঠানো হয়। তাতে সবগুলো নেগেটিভ শনাক্ত হয়েছে।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য উপজেলার মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন )  ডা. এ এন এম নাসিম ফেরদৌস জানান, নতুন করে  করোনায় আক্রান্ত ২ জনের মধ্যে চাকুরিজীবি আক্তারুজ্জামান রবিশাল ফেরত ও পোশাক শ্রমিক আব্দুর রউফ গাজীপুর থেকে ঈদের আগে এসেছেন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের হোম আইসোলেশনে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, নতুন করে আক্রান্ত দুইজনের নমুনা সংগ্রহ করে ৩০ মে পরীক্ষার জন্য খুমেক ল্যাবে পাঠানো হয়েছিলো। বুধবার নতুন করে কেউ সুস্থ হননি।  তিনি আরো জানান, করোনায় আক্রান্ত সন্দেহে এদিন যশোরের আরো ৬৪ জনের নমুনা পরীক্ষার জন্য দুটি ল্যাবে পাঠানো হয়েছে। এরমধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৩ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে ৪১ টি।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যশোর জেলায়। বুধবার পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১১১ জন। সুস্থ হয়েছেন ১২ চিকিৎসকসহ ৭৮ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪