করোনা আক্রান্তের সংখ্যার একের রেকর্ড ভাঙ্গছে ঠাকুরগাঁও। এর আগে সর্বোচ্চ ২৮ জন করোনা আক্রান্তের রেকর্ড ভেঙ্গে আজ নতুন করে ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্তের রেকর্ড গড়েছে ঠাকুরগাঁও জেলা।
শনিবার রাতে সিভিল সার্জন ঠাকুরগাঁও, মাহফুজার রহমান, আজ জেলার সর্বোচ্চ ৩০ জন নতুন করে করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৩০ জন (সদর উপজেলা-১২ জন, বালিয়াডাঙ্গী-৬ জন,পীরগঞ্জ-৪ জন এবং হরিপুর-৮ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।
পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬৪৭ জন,যাদের মধ্যে ৩০৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১০ জন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও জেলার অধিকাংশ মানুষই এ স্বাস্থ্যবিধি মেনে চলছেনা। হাট বাজারে ও রাস্তাঘাটে অনেকের মুখে মাস্ক লক্ষ্য করা যাচ্ছেনা।
সচেতন মহল বলছেন করোনা এমন একটি রোগ যে শুধু নিজে সচেতন হলে এর রোগ থেকে পরিত্রান পাওয়া যাবেনা। এর জন্য আমার আশে পাশের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। সচেতনতা যেখানে এ রোগ থেকে সরে থাকার মূলমন্ত্র সেখানে অনেক মানুষ সচেতন হচ্ছেনা।
প্রশাসনের কর্মকর্তারা বার বার স্বাস্থ্যবিধি মানার কথা বলছেন। মাস্ক না পড়ার কারনে জড়িমানা করছেন ভ্রাম্যমান আদালতে। তার পরেও সচেতন হচ্ছেনা মানুষ। অনেকে মাস্ক পকেটে নিয়ে ঘুরলেও মুখে তা ব্যবহার করছেনা। এমন অসচেতন থাকলে করোনা প্রতিরোধ সম্ভব নয়।