কয়েকদিন যাবৎ তাঁর অল্পবিস্তর শ্বাসকষ্ট চলছিল৷ কিন্তু আজ শ্বাসকষ্টের মাত্রা ক্রমশ বাড়তে থাকে৷
তাই আর বিন্দুমাত্র দেরি না করে, স্ত্রী মান্যতার অনুরোধে তিনি হাসপাতালে ভর্তি হন৷
লীলাবতী হাসপাতালে পৌঁছানো মাত্রই সঞ্জয়ের করোনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট আসে “নেগেটিভ”৷
তবুও চিকিৎসকরা তাঁকে করোনা ওয়ার্ডেই ভর্তি করেছেন৷ যদিও বলিউডের এই বিশিষ্ট অভিনেতার জন্য ব্যবস্থাপনা আলাদা৷ তিনি পাচ্ছেন “ভি আই পি ট্রিটমেন্ট”৷
প্রসঙ্গত বলা দরকার, ভারতের সার্বিক করোনা পরিস্থিতির মধ্যে মহারাসট্রের অবস্থা তুলনামূলকভাবে খারাপ৷
মাত্র কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চনের প্রায় গোটা পরিবার৷ যদিও, শেষ পর্যন্ত অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য্যা ও আরাধ্যা সুস্থভাবে বাসায় ফিরেছূন৷
এখন সবাই প্রার্থনা করছেন, সঞ্জয়ও সুস্থ হয়ে আবার হিন্দি ছবির জগতে ফিরে আসুন৷