ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা “কারিতাস চলমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ৭১০ বিপদাপন্ন পরিবারে নগদ অর্থ প্রদানের মাধ্যমে মানবিক সাহায্য প্রদান করেছে। বিশেষ করে সমাজের অতি দরিদ্র, দিনমজুর, বিধবা ও স্বামী পরিত্যক্ত পরিবার সমূহের খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য, স্বাস্থ্য সম্মত ব্যবহার্য উপকরণ ক্রয়ে প্রতি পরিবার কে সর্বমোট ২২৫০ টাকা করে েএ নগদ অর্থ প্রদান করা হয়।
কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল কারিতাস কর্তৃক নির্ধারিত কর্ম এলাকা গন্ডামারা ও ছনুয়া ইউনিয়নে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
গন্ডামারা ইউনিয়নে ৩২৪ পরিবারে আর্থিক সহায়তা প্রদান অনুষ্টানে সভাপতিত্ব করেন, গন্ডামারা ইউনিয়ন চেয়ারম্যন এর পক্ষে করেন আনোয়ারুল ইসলাম চৌধুরী, এমইউপি-৯নং ওয়ার্ড, (প্যানেল চেয়ারম্যান-১)। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,জেম্স গোমেজ আঞ্চলিক পরিচালক, কারিতাস চট্টগ্রাম।
বিশেষ অথিতি এ.জে এম. মাজহারুল ইসলাম, কর্মসুচী কর্মকর্তা, ও ড্যানিয়েল ছিপু গোমেজ, জুনিয়ার কর্মসুচী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কারিতাস চট্টগ্রাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএসএসএলএস কোম্পানীর চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপিএম কামাল উদ্দিন সিকদার সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও ইউপি সচিব।
ছনুয়া ইউনিয়নে সভাপতিত্ব করেন, এম.হারুনুর রশিদ, চেয়ারম্যান ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদ। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব সহ অন্যন্য ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ। এসময় কারিতাসের পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্পের কর্মীগণও উপস্থিত ছিলেন।
গন্ডামারা ও ছনুয়া ইউনিয়নের ৭১০ পরিবারকে সর্বমোট ১৫৯৭৫০০/- নগদ অর্থ বিতরণ করা হয়।
যার মধ্যে ১৫ দিনের খাদ্য (চাল-৩০ কেজি, ডাল-২কেজি, তৈল-২ লিটার, চিনি-১ কেজি, লবণ-১ কেজি, আলু-৫ কেজি) ক্রয়ের জন্য ১৮৬৫/- এবং ১৫ দিনের স্বাস্থ্য সম্মত (হাইজিন কিট) উপকরণ ক্রয়ের জন্য ৩৮৫/- (গোসলের সাবান ২টি, কাপড় কাঁচার সাবান ২টি, পুণ: ব্যবহারযোগ্য মাক্স- ৫টি)।