গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার (৯ আগস্ট) থেকে কোভিড-১৯ রোগীর পাশাপাশি নন-কোভিড রোগীর চিকিৎসা শুরু হয়েছে।
হাসপাতালের পুরাতন ভবনে কোভিড-১৯ রোগী এবং নতুন ভবনে নন-কোভিড রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২৯ জুলাই মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হাসপাতালটিকে কোভিড-১৯ এর পাশাপাশি নন-কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে।
গত ২৩ এপ্রিল থেকে হাসপাতালটি ‘করোনা ডেডিকেটেড’ হিসেবে কার্যক্রম শুরু করে।