শিবচর থানার ২ পুলিশসহ ৫ জন করোনা সনাক্ত হয়েছে।এ নিয়ে শিবচর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৩৪।শিবচর উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফলে ৫ জনেরকোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসছে।
এর মধ্যে শিবচর থানার এক ইউনিয়ন ফাড়ির দুই পুলিশ সদস্য রয়েছে।অন্যরা কুতুবপুর, চরজানাজাত ও চরশ্যামাইল এলাকার। এ নিয়ে এ পর্যন্ত মোটশিবচরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ এ দাড়ালো। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান,আক্রান্ত ব্যক্তিরা সবাই পুরুষ। তাদেরকে আইসোলেশনে নেয়া হচ্ছে।