২ আগস্ট থেকে টানা উত্থানের পর ৭ আগস্ট (শুক্রবার) এসে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পতন হয়েছে সোনার দামে। এদিন হাত বদলের এক পর্যায়ে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে প্রতি আউন্স সোনা বিক্রি হয় ২০২৮.১১ ডলারে।
আগের দিনের সবশেষ দামের চেয়ে এই দাম প্রায় ৪২ ডলার (৪১.৯৪) কম। এদিন একবারের জন্যও আগের দিন দাম পার করতে পারেনি সোনা।