করোনা ভাইরাস যখন দেশে প্রভাব ফেলছে তখনই মানছেনা না স্বাস্থ্যবিধি। উপজেলার বীর প্রতিক গাজী সেতুর দুই পাড়েই বসেছে ঈদ মেলা। মেলায় মানুষের ঢল । যেখানে মানুষের দূরত্ব বজায় রাখার কথা সেখানে দূরত্ব বজায় রাখা তো দূরের কথা কেউ বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক।
উপজেলা প্রশাসন থেকে বারবার মাইকিং করে বাসায় যাওয়ার কথা বল্লেও শুনছে না কেউ। কিছু মানুষের সাথে কথা বলার পর তারা আমাদের কে জানায় এখন আর করোনা ভাইরাস নেই তাই আমরা বাসা থেকে বের হয়েছি।
আর এক জন এর সাথে কথা বলে জানা যায় মাস্ক পরতে ভালো লাগে না অনেক গরম লাগে তাই মাস্ক পড়ি নাই। সবাই ঈদে ঘরতে আসে তাই আমি ও আসছি।