জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি-র শুভেচ্ছাদূত হলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত রাখার জন্য কাজ করবেন টাইগার অধিনায়ক। এমন কাজে যুক্ত হয়ে বেশ উচ্ছ্বসিত তামিম ইকবাল।
তামিম ইকবাল বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি-র শুভেচ্ছাদূত হতে পেরে আমি সম্মানিত। জাতিসংঘের এই সংস্থা বাংলাদেশসহ বিশ্বব্যাপী ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে। তবে বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা ভালো, তবে গ্রাম-গঞ্জে এখনো দারিদ্রতা আছে।
তিনি বলেন, এই মুহূর্তে কোভিট নাইন্টিন কারণে সবার জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি ডব্লিউএফপি-র সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। এবং যাদের হেল্প লাগবে তাদের কাছে যাবার চেষ্টা করবো।