ভেঙে গেলো ছোটপর্দার অভিনেতা অপূর্বর সংসার। অপূর্বর স্ত্রী নাজিয়া নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘স্টপ কলিং মি ভাবি এভরিওয়ান’।অনেকদিন ধরেই টানাপোড়েন চলছিল অপূর্ব-নাজিয়ার সংসারে।আলাদা থাকছিলেন বেশ কিছুদিন ধরে ।রোববার ,১৭ মে বিকালে নাজিয়ার পোস্ট থেকে সেটি নিশ্চিত হওয়া গেলো। এমনকি নিজের প্রোফাইলে ‘ডিভোর্সড’ শব্দটিও যুক্ত করে নিয়েছেন নাজিয়া।
নাজিয়া বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমে বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা ব্যক্তিগত বিষয়,এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। যদি কখনও মনে করি, তখন বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানাব সবাইকে।