গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় ২২ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ৩৮১ জন করোনায় আক্রান্ত হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ।
তিনি জানান, আক্রান্ত নতুন ৯ জনের মধ্যে উপজেরার বাহাদুরসাদী ইউনিয়নের ২ জন, বক্তারপুরে ইউনিয়নের ৩ জন, নাগরী ইউনিয়নের ৩ জন ও জাঙ্গালীয়া ইউনিয়নের একজন রয়েছে।
উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২৭৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৮১ জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ৩৪৬ জন করোনাজয় করে ঘরে ফিরেছেন। এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৭ জনে মৃত্যু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।