ঠাকুরগাঁওয়ে নতুন করে এক বিজিবি সদস্য, এক স্বাস্থ্যকর্মী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সহ মোট ৮জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় রয়েছেন ৫জন, রাণীশংকৈল উপজেলায় ২জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯৩ জনে।
আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, আজ সদর উপজেলার পৌরসভার জমিদারপাড়ায় ২৮ বছরের তরুন,সারকারপাড়ায় ৪৫ বছরের ব্যাক্তি,জগন্নাথপুর ইউনিয়নের উত্তর গৌরীপুরে ৩০ বছর বয়স্ক ব্যাক্তি, সদর হাসপাতালের ১ জন নারী স্বাস্থ্য কর্মী ও ১ জন বিজিবি সদস্যসহ মোট ৫ জন করোনা পজেটিভ।
এদিকে রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী এলাকায় আক্রান্ত হয়েছেন ৫৬ বছর বয়সী এক পুরুষ ও ৫১ বছর বয়সী এক নারী।এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ। তার বয়স ৩১ বছর।
জেলা সিভিল সার্জন জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ নতুন ৮ জন(সদর উপজেলা-৫ জন, রাণীশংকৈল-২ জন এবং বালিয়াডাঙ্গী-১ জন) করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ২৯৩ জন,যাদের মধ্যে ২১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ৩ জন।
এছাড়াও নতুন করে আজ জেলার ২২ জন সন্দেহভাজন ব্যক্তির নুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।উল্লেখ্য, এর আগে শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলায় প্রথম হরিপুরে ২ জন ও পীরগঞ্জে ১ জন করোনা শনাক্তের পর। গত (১৯ জুলাই) সর্বশেষ ঠাকুরগাঁওয়ে ১ জন শনাক্ত হয়।