ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিবকে ঢাকায় নতুন হাই কমিশনার নিয়োগের খবর রোববার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে।হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, নয়াদিল্লীর ’অন্যতম ঘনিষ্ঠ মিত্র’ ঢাকায় পাঠানো হচ্ছে বিক্রম দোরাইস্বামীকে।২০১৯ সালের মার্চ থেকে ঢাকায় হাই কমিশনারের দায়িত্ব পালন করে আসা রীভা গাঙ্গুলী দাশের স্থলাভিষিক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী।রীভা গাঙ্গুলী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছন বলে আভাস দিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন এই পেশাদার কূটনীতিক।