আলিফ আবেদীন গুঞ্জন,ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আইয়ুব আলি জানান, গত ২৭ মে জর, সর্দি, কাশি ও শাস কষ্ঠ নিয়ে ওই ব্যাক্তি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে তিনি মারা যান।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন,তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার আগেই সকালে তিনি মারা যান।