ভারতে একদিনে করোনা সংক্রমন লাফিয়ে বেড়ে ২৬ হাজার ৫০৬ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৩ হাজার ৮০২ জন। একদিনে নতুন করে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৬০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়, আক্রান্তদের মধ্যে ৬২.৪২ করোনা রোগী ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
একদিনে মৃত ৪৭৫ জনের মধ্যে ২১৯ জন মহারাষ্ট্রে, ৬৫ জন তামিলনাড়–তে, ৪৫ জন দিল্লীতে, ২৭ জন পশ্চিমবঙ্গে, ১৭ জন উত্তর প্রদেশে, ১৬ জন কর্নাটকে, ১৫ জন গুজরাটে, ১৩ জন অন্ধ্র প্রদেশে, ৯ জন রাজস্থানে, ৮ জন বিহারে, ৭ জন তেলেঙ্গনায়, ৬ জন আসামে; হরিয়ানা, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে ৫ জন করে মারা গেছে, উড়িষ্যায় ৪ জন এবং ছত্তিশগড়, গোয়া, ঝাড়খন্ড ও মেঘালয়ে ১ জন করে মারা গেছে।