1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভাইরাস নিয়ে আমেরিকার অভিযোগ উড়িয়ে দিল চীন

  • সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৭৪

 করোনা ভাইরাসের উৎপত্তি এবং সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে আমেরিকার অভিযোগের জবাব দিল বেজিং। শনিবার রাতে চীনের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে ১১ হাজার শব্দের ৩০ পাতার একটি উত্তরপত্র লেখা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ওয়াশিংটনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আসলে সংক্রমণ রুখতে আমেরিকাই পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি।চীনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে আজ বিশ্বব্যাপী সংক্রমণ ছড়িয়েছে করোনা ভাইরাসের। সবথেকে বেশি প্রভাবিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, প্রথম দিকে সঠিক পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। বারবার সতর্ক করা সত্ত্বেও করোনা সংক্রমণকে গুরুত্ব দেয়নি মার্কিন প্রশাসন। যার জেরেই বর্তমানে বিশ্বের মধ্যে আমেরিকায় মৃত্যুর হার সবথেকে বেশি। যদিও, এইসব অভিযোগ কানে তুলতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ার জন্য তিনি চীনকে দায়ী করেছেন। তাঁর মতে, এই মারণ ভাইরাসের বিষয়ে বিশ্বকে আগে থেকে সতর্ক করেনি বেজিং। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু) চীনের হয়ে কাজ করেছে। শুধু তাই নয়, উহানের ভাইরোলজি ল্যাবই যে করোনার আঁতুড়ঘর, তার প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন তিনি। ট্রাম্পের সুরে সুর মিলিয়েছে অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। এই সমস্ত অভিযোগেরই জবাব দিতে গিয়ে বেজিং বলেছে, ‘ ওরা বলছে, চীন নাকি যথেষ্ট সচেতন ছিল না। কিন্তু, এখানেই প্রথম কোভিডের প্রকোপে ধরা পড়েছিল। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়ে গোটা বিশ্বকে জানিয়েছি। কত মানুষের মৃত্যু হয়েছে, তারও হিসেব দেওয়া হয়েছে। এখন তারা ক্রমাগত মিথ্যা বলে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে। যেহেতু তাদের দেশের মৃত্যু হার চীনের থেকে বেশি, তাই ক্রমাগত মিথ্যা বলে নজর ঘোরাতে চাইছে। এটা কোনও ছেলেখেলার বিষয় নয়।সাংবাদিক সম্মেলন করে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও এবং তাঁর সহকারীরা এখন সাক্ষাৎকার দিতেই ব্যস্ত। তাঁরা প্রত্যেকে কোভিড-১৯ নিয়ে চীনের দিকে আঙুল তুলছেন। চীন নাকি সঠিক তথ্য বিশ্বের সামনে পরিবেশন করেনি। এব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। ওঁরা তদন্ত করবেন বলেছেন। শুধু আমেরিকা কেন, আমরা পুরো বিশ্বকে প্রকৃত সত্য দেখাতে প্রস্তুত। কোভিড-১৯ যে ম্যান-মেড নয়, তা প্রমাণিত। আর তেমন কোনও প্রতিষ্ঠান এখনও তৈরি হয়নি, যেখানে করোনা ভাইরাস তৈরি করা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪