আজ ৪ঠা জুলাই রোজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৮জন। তবে তাদের মধ্য থেকে ৮৪ জন সুস্থ্য হয়ে উঠেছে । মৃত্যু হয়েছে ৬জনের।
উপজেলায় ২৪জন আক্রান্ত ব্যাক্তিদের এলাকাগুলো হল।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ০২ জন, নবীনগর পৌর এলাকার কলেজ রোডে ০২জন, পৌর এলাকার কলেজ পাড়ায় ০৩জন,সদর জনতা ব্যাংকের আনসার ০১জন, পৌর এলাকার উত্তরপাড়ায় ০৪জন, পৌর এলাকার মধ্যপাড়া ০৩জন, পৌর এলাকার নারায়নপুরে ০১জন, উপজেলার গোপালপুর গ্রামে ০১জন,
বলিবাড়ি গ্রামে ০১জন, লাপাং গ্রামে ০১ জন,রসুল্লাবাদ গ্রামে ০১জন, ইব্রাহিমপুর গ্রামে ০১জন, বড়িকান্দি গ্রামে০১জন, শিবপুর গ্রামে ০১জন, বিদ্যাকুট গ্রামে ০২জন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন বলেন, অনেকেই করোনার এই মহামারিকে পাত্তা দিচ্ছেন না। কিন্ত যারা নিজের পরিবারের সদস্যদের হারাচ্ছেন শুধুমাত্র তারাই জানেন করোনা কতোটা ভয়াবহ রোগ।
তাই যথাসম্ভব বাসায় থাকুন, মাস্ক পরুন, হাঁচি কাশির শিষ্টাচার মানুন, ভীড় পরিহার করুন।