নিউজিল্যান্ডে হাসপাতালে থাকা শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।যার ফলে দুই মাসের মধ্যে এই প্রথম দেশটির কোনো হাসপাতালে একজনও করোনা রোগী নেই।বুধবার সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ।
বর্তমানে দেশটির কোনো হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত আর একজন রোগীও নেই।সবশেষ মিডলমোর হাসপাতাল থেকে একজন রোগী সুস্থ হয়ে ছাড়া পাওয়ার পর এই সংখ্যা এখন শূন্য।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে টানা প্রায় দুই মাস দেশ লকডাউন থাকার পর গত ১৪ মে থেকে ধাপে ধাপে ব্যবসা কেন্দ্র ও জনসমাগমস্থল খুলে দিতে শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।