আন্তর্জাতিক ডেস্ক-
ইসরাইলের চলমান অবরোধ ও বর্বরোচিত হামলায় গাজাজুড়ে ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। এই উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক কঠোর ভাষণের সময় কর্মকর্তারা বলেন, গাজায় দুর্ভিক্ষ ও ব্যাপক খাদ্যসংকট কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি একটি ‘পরিকল্পিত’ ও ‘মানবসৃষ্ট’ বিপর্যয়।
জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া নিরাপত্তা পরিষদকে জানান, গাজার উত্তর-মধ্যাঞ্চলীয় গভর্নরেটে (যেখানে গাজা সিটি অবস্থিত) দুর্ভিক্ষ চরম রূপ নিয়েছে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ দক্ষিণের দেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ‘গাজার কেউই ক্ষুধার ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না। বর্তমানে পাঁচ লাখেরও বেশি মানুষ অনাহার, নিঃস্বতা ও মৃত্যুর মুখোমুখি। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা ৬ লাখ ৪০ হাজার ছাড়িয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ৪৩ হাজারেরও বেশি আগামী দিনগুলোতে মৃত্যুর সম্মুখীন হবে।
মসুয়া বলেন, ‘এই দুর্ভিক্ষ খরা বা কোনো ধরণের প্রাকৃতিক দুর্যোগের ফলে নয়। এটি একটি সৃষ্ট বিপর্যয়- একটি সংঘাতের ফলাফল যা ব্যাপক বেসামরিক মৃত্যু, আঘাত, ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটাচ্ছে।’