স্টাফ রিপোর্টার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন সমৃদ্ধ (৯) নামের এক স্কুল ছাত্র। বুধবার (২৩ জুলাই) দুপুরে সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত স্কুল ছাত্রের বাবা সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা।
তিনি জানান, বুধবার দুপুরে নিজ বাড়ির সংলগ্ন সিঁড়ি বেয়ে তিন তলা ছাদে উঠে খেলা করছিল সমৃদ্ধ। এরপর র্যালিং-এর পাশে দাঁড়িয়ে গাছের ডাল ধরে খেলা করার সময় অসাবধানবশত ছাদ থেকে মাটিতে পড়ে যায়।
এসময় শব্দ হলে বাড়ির লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিক নাজমুল হুদার ক্যামেরা সহকারি ইমদাদ জানান, আমাদের সবার প্রিয় সমৃদ্ধ অল্পের জন্য বেঁচে গেছে। আল্লাহর অশেষ রহমত ও দ্রুত হাসপাতালে নেওয়ায় তেমন কোনো ক্ষতি হয়নি। বর্তমানে সে সুস্থ আছে।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, ‘বাড়ির তিন তলা ভবনের চারপাশে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রয়েছে। সেই গাছের ডাল ধরে ছাদ থেকে নামতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বড় ধরনের কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এনাম মেডিকেলে ভর্তি করে আহত সমৃদ্ধের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন।’
এই খবর পাওয়া মাত্রই আহত সমৃদ্ধকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এছাড়া সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহবায়ক সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমৃদ্ধকে দেখতে এসে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেছেন।’
বা বু ম/ সুমন রায়