জেলা প্রতিনিধি –
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। এবং আহত ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
আজ বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার তরমুজ পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
নাটোর বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকামুখী মাইক্রোবাসের সাথে রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই নিহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।