মোঃ শামসুর রহমান তালুকদার –
টাঙ্গাইলে ২ যুগ পর বেসরকারি সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ (এসডিএস) এনজিওর গ্রাহকরা আদালতের মাধ্যমে টাকা ফেরত পাচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে ৩ শতাধিক গ্রাহকদের মাঝে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেয়া হচ্ছে।
জানা গেছে, প্রায় দুই যুগ আগে হাজারো গ্রাহকের টাকা জমা নিয়ে বন্ধ হয়ে যায় এসডিএস। এর ফলে বর্তমানে এসডিএসের জমি বিক্রি করে আদালতের মাধ্যমে গ্রাহকের জমানো টাকা ফেরত দেয়া হচ্ছে।
এরই অংশ হিসেবে গ্রাহকদের টাকা ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানব সম্পদ) ইয়াসির আরাফাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহম্মেদ, জেলা সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা প্রমুখ।