ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছয়টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির মালিক শাহরুখ খান।
করোনাভাইরাসের আগ্রাসনের মাঝেই গেল সপ্তাহে পশ্চিমবঙ্গে আঘাত হানে আম্পান। এতে ক্ষতিগ্রস্ত হয় লাখো মানুষ। মারা যান ৮৬ জন। এবার ক্ষতিগ্রস্তেদের সহায়তায় এগিয়ে এলো কলকাতা নাইট রাইডার্স।
ক্লাবটির মালিক ও বলিউড তারকা শাহরুখ খান এক বার্তায় জানান, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে ফ্র্যাঞ্চাইজিটি। ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের তহবিলে অনুদান জমা করবে কেকেআর।
এছাড়াও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদেনীপুরে খাদ্য ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করবে দলটি। ঘূর্ণিঝড় মোকাবেলায় পশ্চিমবঙ্গে ৫ হাজার গাছ রোপণ করার পরিকল্পনাও করছে আইপিএলের দুই বারের চ্যাম্পিয়নরা।